প্রশ্নটা প্রায়ই মনের দরজায় করাঘাত করে । বিশ্ব থেকে কত ভাষাই তো বিলুপ্ত হচ্ছে, বাংলা ভাষাটারও পরিণতি সেই হবে ? হুট করে উত্তর দিলে, উত্তরটা ঋণাত্মকই আসে । তবে চিন্তা করলে, ইন্টারনেট ঘাটলে মনটা স্বস্তি পায় ।
কোনো এক বাংলা সামাজিক ব্লগের দাবী, তাদের ওয়েবসাইটে দু’লাখের উপর ব্লগার আছেন । সংখ্যাটা নেহাত কমতো নয় । আর ওদের দাবীটা যে মিথ্যে নয়, তা বোঝা যায় অনলাইনে থাকা ব্লগার ও পরিদর্শকদের সংখ্যা দেখেই ।
এই একটা ব্লগের পরিসংখ্যান থেকেই বোঝা যায়, বাংলাভাষায় কত মানুষ সাহিত্য চর্চা করেন ।
এরকম একটা ভাষার বিলুপ্ত হয়ে যাওয়ার চিন্তা আসে কেন মাথায় ?
পাড়ার সম্পর্কে আমার এক বোন ও তার জামাই নিজেদের মধ্যে কথা বলেন সিলেটিতে কিন্তু নিজের মেয়ের সাথে বহু কষ্টে ক্যালকেশিয়ানে । ভয়, পাছে মেয়েটা পিছিয়ে পড়ে । আর সিলেটিতো হচ্ছে কাঁচা বাংলা, কথা বার্তা পাকা বাংলায় বলা উচিত ।
কেউ কেউ আরো একটু এগিয়ে এসেছেন, উনারা বাংলা ভাষাটাই বাদ দিয়েছেন, শেখান হিন্দি আর ইংরিজি ।
আরো একজন বলছেন, বিজ্ঞানটা ইংরেজিতেই ভালো লাগে । বাংলায় বিশ্রি লাগে ।
বাংলা ভাষায় কবি-সাহিত্যিকের অভাব নেই, সম্ভবত হবেওনা । কিন্তু সাধারণ বাঙালি যদি বাংলা ত্যাগ করে তাহলে বাংলা টিকবে কী করে ?
আমি আশাবাদী বাংলা যেমন আছে তেমনই থাকবে ।
যারা বাংলা ছেড়ে ইংরিজি শেখান, আমি জানি, উনারা বাঙালি কোনো কালেই ছিলেননা । যাদের সন্তানরা ভবিষ্যতে বাংলা পড়বে না, তারা নিজেরাও কোনোদিন বাংলা পড়েননি । যাদের সন্তানরা বাংলা বুঝবে না, ওরা নিজেও কিন্তু বাংলা বোঝেননি কোনোদিন । শুনতে যেমনই লাগুক না কেন, সত্য এটাই ।
যে নিজে কোনোদিন বাংলা বই পড়েনি, তার ভবিষ্যৎ প্রজন্ম তবে না পড়লে বাংলা সাহিত্যের কী ক্ষতি ?
বরং ভালো, দুষ্ট গোরু থাকার চেয়ে শূণ্য গোয়াল ভালো ।
অবাঙালি যদি অবাঙালি হয়, তাতে বাংলা ভাষার কিছুই যায় আসে না ।
তাই বিশ্বাস, পৃথিবী যতদিন থাকবে বাঙলাভাষাও ততদিন বেঁচে থাকবে ।