ক্রমাগত শুনতে থাকা মায়াকান্না
কিংবা বয়সের ভিতর লুকিয়ে থাকা সব শীতকাল –
তটে আছড়ে পড়া পৌরাণিক ঢেউ
বায়বীয় নৈঃশব্দ্য আজ পুনরায় জমাট বাধে।
যে নৌকাটি ভেড়ানো ছিল ঘাটে
তা এলোমেলো প্রলয়ে বিদীর্ণ হয়ে গেছে,
শরীর ঘিরে উড়ছে অজস্র কালো পোকা
ক্ষুদ্র মস্তিষ্ক আটকে পড়েছে ভয়ে।
যাপিত রাতগুলো এক ঝটকায় তুলে আনি
আর খুজিঁ, হন্যে হয়ে খুজিঁ নিদ্রারহস্য।
সকাল, বিকেল আর সন্ধ্যাগুলো –
আমাকে নিয়ে নিরন্তর পরিহাসে লিপ্ত।
কেননা সময়ের বাইরে দাড়িয়ে আমি
রুটিন মাফিক রাত্রি হাতড়াই।
প্রতিরোধের স্বর এমনিতেই বুজে আসে
এক সময় নিজস্ব নিয়মে তা গিলেও ফেলি।
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ
পুরা মাথার ওপর দিয়ে গেছে।
পুরা মাথার ওপর দিয়ে গেছে। থীমটা একটু বুঝিয়ে দেবেন???
কাঙ্ক্ষিত ইচ্ছাগুলো অধরাই রয়ে
কাঙ্ক্ষিত ইচ্ছাগুলো অধরাই রয়ে যায়। আর সেগুলো পূরনের ইচ্ছাও এক সময় দমে যায়।
অনেকটা এইরকমই ভেবেছিলাম। যাক
অনেকটা এইরকমই ভেবেছিলাম। যাক কবিতা তাইলে কিছু কিছু বুঝতে শিখছি। :নৃত্য: ভালো :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ঠিক আছে, তাহলে এখন থেকে
ঠিক আছে, তাহলে এখন থেকে ইস্টিশনে কোন কবিতা পোস্টানো হলেই আমাকে তার ভাবার্থ মেইল করে পাঠিয়ে দেবেন… :-B :-B :-B
খুব ভাল
খুব ভাল