আকস্মিক হাত থেকে পড়ে
ভেঙে গেছে, কাঁচের পাত্র!
তবু দোষ খোঁজে ব্যাধিগ্রস্ত চোখ,
গৃহিণীর; সে চোখ সমাজের,
পুরুষের, নারীর, আরো কতোকের!
ধারি নিকো ধার–
আমি তাতে দেখি নি দোষ,
তাই, আমি তাদের চোখে
অকম্মা-অপুরুষ!
ভাঙা কাঁচ কুড়িয়ে
করেছি চূর্ণ আরো;
অনিচ্ছায় – অকারণ তা
ফেলেছিলাম বাগানের মাঝখানে।
কিছু লতা অযাচিত
ঢেকে ফেলেছে তা–
সেখানে ফুটেছে দু’একটি
ঘাসফুলও অজান্তেই!
সেদিন তোমার অসাবধানতার দোষ দেই নি,
আজ যদি বলি —
হঠাৎ সে আকস্মিকতার ভুল
ফোটালো এ ফুল;
তুমি কি ছুঁড়ে ফেলে দেবে
তোমাকে দেওয়া এ অধিকার?
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ