ভাইপোঃ- কাহা, এ আমি কলাম গারদে যাব।
আমিঃ- কেনে; কি হলোরে? উখানে যাবি কেনে তুই?
ভাইপোঃ- আর কয়ে কি হবে? দুনিয়ার কাল, বাল, আসল, নকল সব পুরুষ দেহি একের পর এক গোয়েন্দা হয়া যাচ্ছে আর নিজেরে অহন না-পুরুষ মনে হচ্ছে।
আমিঃ- ওরে শোনেক, দ্যাশের রাজনীতি দেখিছিস? ওডা আগে রাস্তায় রাজপথে ছেলো আর অহনে সিডা অনলাইনে উডি আসিছে। মনে করেক এহন তুই যদি একখান ফেসবুক আইডি আর ব্লগ আইডি কইরবার পারিস তাতেই কলাম তুই নিজেরে এমপি মিনিস্টার ভাইববার পারিস। সামনে দেখবি জননেতা জুলুম খাঁ না কয়ে ব্লগার জুলুম খাঁ কবে।
ভাইপোঃ- কিন্তু কাহা; সব, ঐ তোমাগের ইস্টিশনের উপর দিয়া যাচ্ছে কেনে?
আমিঃ- ওরে বেটা, আম্লীগ-বিনপি,জামাত ইরা মিল্লা কিলাকিলি করে; আর; বারোটা বাজে দ্যাশের; সিরাম কইরে; এসকল পুরুষগুলান কিলাকিলি করিচ্ছে; আর মাঝে বাটে পরতিছে; ঐ ইস্টিশন।
ভাইপোঃ- কিন্তু; ইস্টিশন মাস্টার চাইলে পরে; এসব মুইছে দিবার পারে, তার তো ক্ষেমতা আছে।
আমিঃ- তাইলে তো আরো সুবিধেই হয়, ইস্টিশন মাস্টার আর এরশাদ ভাইজান এক হয়া গেলরে।
(No subject)
:চিন্তায়আছি: :চিন্তায়আছি: :চিন্তায়আছি:
কি হয়েছে? ইরাম করি কি চিন্তা
কি হয়েছে? ইরাম করি কি চিন্তা করতিছেন?
চিন্তা করতিছি, বেন্সুন খামু,
চিন্তা করতিছি, বেন্সুন খামু, নাকি গোল্লিফ? :ভাবতেছি:
আপনি কিসের ডাক্তার সেটা লিয়ে
আপনি কিসের ডাক্তার সেটা লিয়ে সন্দেহ হচ্ছে কলাম। ডাক্তার হইয়ে কনে কবেন “ধুমপানে বিষপান সিখানে আপনি কচ্ছেন কুনডা খাবেন?”
ইস্টিশনের উপর সওয়ার হইয়া এখন
ইস্টিশনের উপর সওয়ার হইয়া এখন দেখি গরু-ছাগলও হিট খাওনের চেষ্টা করে। আর তথা কথিত সেলিব্রেটিরাতো করবই। তয় ইস্টিশনের বৌদলতে গত কয়েকদিন ব্যাপুক বিনোদিত হইতেছিরে পাগলা !!!!!!
ইস্টিশনের উপর সওয়ার হইয়া এখন
আর এগের দাপাদাপিতে কলাম ইস্টিশন চাপে পড়তিসে।
:/ চিন্তার বিষয়
:/ চিন্তার বিষয়
ভাইপো – কাহা !! হাছা কইচ ।।
ভাইপো – কাহা !! হাছা কইচ ।। এক্কেয়ারে টিক বলিচ । :থাম্বসআপ:
গুল্লিপ বাদ । বেনসন খামু । :হাসি:
বেনসন খাতি গেলে পরে ৮ টেকা
বেনসন খাতি গেলে পরে ৮ টেকা কইরে গুনা লাগপে।
কাহা !!! ৫ টাআ দিয়া গুল্লিপ
কাহা !!! ৫ টাআ দিয়া গুল্লিপ আর খামু না । কাহা আচে না আমার ।আমার কাআ আর ও ৩ টাআ যুগ কইরা দিয়া দিবনে । :কল্কি: :কল্কি: :কল্কি: :কল্কি:
কস্কি!!!!!!!!!!
কস্কি!!!!!!!!!! :টাইমশ্যাষ: :টাইমশ্যাষ: :টাইমশ্যাষ:
তাইলে তো আরো সুবিধেই হয়,
কাহা, বেন্সুন ছাড়েন, গুল্লিফ
কাহা, বেন্সুন ছাড়েন, গুল্লিফ ধরেন… আসল পুরুষের ছিকারেট কইলাম গুল্লিফ ই… :শিস:
আমিতো ভাবছিলাম গুলাবি পরে
আমিতো ভাবছিলাম গুলাবি পরে দেখি গুল্লিফ!! :গোলাপ: :গোলাপ: :গোলাপ:
মার্লবোরো ছাড়া আর কুনু
মার্লবোরো ছাড়া আর কুনু সিগারেট পাইনা হনলুলুতে।