সাম্প্রদায়িকতার বিষবাষ্প উড়িয়ে
আমার একটা স্বদেশ দিলাম তুলে,
বেঁচে থাকো সবাই ধর্মের পতাকা তলে
মন্দির আর মসজিদ যাও দলে দলে।
প্রয়োজনে ভাঙ্গো মসজিদ
প্রয়োজনে জ্বালাও মন্দির
বোমা মারো গির্জাতে,
মানুষের রক্তে লাল করো
আকাশ আর সমুদ্রকে
তারপর শান্তি খোঁজ স্বর্গ বেহেস্তেতে!!
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ