কন্ট্রাকটার ঃ ভাই ভাড়াটা দেন ?
যাত্রী ঃ বার বার কিসের ভাড়া একবার দিছিনা আবার ভাড়া খুজস হারামজাদা ! থাপরাইয়া দাত সব ফালাই দিমু বেটা বদমাইস ফাযলামি করার জায়গা পাসনা!!!
কন্ট্রাকটার ঃ ভাই চেতেন কেন ভুলে খুজে ফেলছি আর খুজুম না !!
যাত্রী ঃ আবার মুখে মুখে তরক করস (কিছু ভদ্র সমাজের গালি)!একদম মাইরা তক্তা বানাই ফেলব আর একটা কথা বলবি………
কন্ট্রাকটার ঃ ভাই ভুল হয়ে গেছে মাফ করি দেন আর খুজুম না ………
অন্য যাত্রীর কাছে গেলো কন্ট্রাকটার……………
কন্ট্রাকটার ঃ ভাই কোই যাইবেন ?
যাত্রী ঃ যতটুকু নেস ততটুকু যাবো !!
কন্ট্রাকটার ঃ ভাই কন না কোই যাইবেন মেলা যাত্রী থেকে ভাড়া কাটন লাগবো ।
যাত্রী ঃ তোরে বলছি না যতটুকু নেস ততটুকু যাবো !!
কন্ট্রাকটার ঃ আচ্ছা ১০ টাকা দেন ।
যাত্রী ঃ ঐ হারামির বাচ্ছা এখান থেকে ফ্রী পোট এর ভাড়া কি ১০ টাকা নাকি ?? ৮ টাকা রাখ ২ টাকা ফেরত দে । খালি টাকা বাড়ায় নেওয়ার ধান্ধায় খাকিস সালার বেটারা সব কটারে পেটান উচিত …!!
কন্ট্রাকটার ঃ ভাই আমি তো জিগায়ছিলাম কোয় যাইবেন আপনেয় তো কোইলেন গাড়ি যতটুকূ যায় ততটুকুর ভাড়া রাখতে আবার এখন আমার উপর গরম হয়ে যাচ্ছেন…
যাত্রী ঃ চুপ থাক বোদমাইসের বাচ্ছা আর একটা কথা বললে তোর কন্ট্রাকটারগিরি আমি ছুটায় দিমু……
কন্ট্রাকটার অন্য যাত্রীর কাছে গেলো……………
কন্ট্রাকটার ঃ ভাই একটু পিছনে যান ঊনি দারাতে পারছেনা ।
যাত্রী ঃ পিছনে কি তোর মাথার ঊপর যাবো নাকি ??
কন্ট্রাকটার ঃ ভাই একটু পিছনে গেলে কি হয় যাননা ভাই একটু কষ্ট করে ।
যাত্রী ঃ পারবোনা বলছি না একবার তুই আবার কথা কস (“অ”ভদ্রলোক অগ্নিমুরতি ধারন করে বললেন) !!!
এমন হাজারো অভিজ্ঞতা হয় আমার আশা করি যারা আমার মতো প্রতিদিন বাস এ করে যান তাদের ও কিছু না কিছু অভিজ্ঞতা হয় ।এগুলা আমার দেখা নিত্যদিনের ঘটনা বাস এ করে যাতায়াত করতে হয় অভিজ্ঞতার ঝুলি প্রতিদিন একটু একটু পুরন হচ্ছে তিক্ততায় ভরে ঊঠছে মনের কোনাসহ পুরা শরীর ।। মাঝে মাঝে নিজের মনের অজান্তেই বলে উঠি………
“কোন দেশে আছি রে ভাই যে দেশে ভাল ব্যবহার পাওয়ার অধিকার মানুষের নাই”!!!
আমি শুধুমাত্র যাত্রীদের দোষ দিচ্ছি তা না কিন্তু কন্ট্রাকটারদের ও দোষ আছে এই যেমন ধরুন আপনি ৫ টাকার একটা নোট দিলেন ভাড়া ৪ টাকা কিছু সাফ জানিয়ে দেয় ১ টাকা ভাংতি নাই আর তখনি শুরু হয়ে যাই যাত্রী বনাম কন্ট্রাকটারের তরকযুদ্ধ !!এই যুদ্ধে সাধারণত যাত্রী জয়ী হয় কেননা তার পক্ষে কথা বলার মানুষের অভাব হয়না !!কিন্তু একটিবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন আমরা ওদের সাথে যে ব্যবহারটা করে থাকি সেইটা কি ঠিক…??মানলাম ওরা না হয় অতটা শিক্ষিত না কিন্তু আমরা তো নিজেদের শিক্ষিত বলি আমরা যেই বাবহারটা করে থাকি এইটা কি কোনো আসলেই শিক্ষিত মানুষের ব্যবহার কিনা আমার বোধগম্য নয় !! যদি এমন ব্যবহারকে শিক্ষিত মানুষের ব্যবহার বলে তাহলে আমি নিজেকে অশিক্ষিত বলতে রাজি ।।আমার ভাই এক কথা সু-শিক্ষিত শত্রুর চেয়ে অশিক্ষিত বন্ধু ভাল ।। জানি আমার লেখার সাথে অনেকেই একমত না কিন্তু নিজেই একটু চিন্তা করে দেখুন আশা করি তেমন একটা দিমত করবেন না ।।
বস্তির ছেলেদের মত আচরণ করছ
এটা আমাদের কমন ডায়লগ ।
কিন্তু আমরা এটা জানি না , বস্তির ছেলের জন্ম যেভাবে আমাদের জন্ম ওইভাবেই
:মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি:
আপনার সাথে আমি সম্পূর্ণ একমত
আপনার সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করলাম…………
আমায় একটা কাল মানুষ দেন যার
আমায় একটা কাল মানুষ দেন যার রক্ত কাল!
জন্মগতভাবে দুনিয়ার সব মানব সন্তান সমঅধিকার নিয়ে আসলেও বাস্তবে তা সুদূরপরাহত…
বাসে উঠলে সব কয়টা মহারাজা হয়ে
বাসে উঠলে সব কয়টা মহারাজা হয়ে যায়। আবার জায়গা মতন গিয়া ঠিকই মিউ মিউ করে। আপনার লেখার সাথে কোন দ্বিমত নাই। বানানের দিকে একটু নজর দিয়েন ভাই।
অবশ্যই আপনার কথা আপাদমস্তকে
অবশ্যই আপনার কথা আপাদমস্তকে ধারন করার চেষ্টা করব……………
আমায় একটা সাদা মানুষ দাও যার
আমায় একটা সাদা মানুষ দাও যার রক্ত সাদা…………..
দাদা একটা কথা আছে,
শক্ত
দাদা একটা কথা আছে,
মহারাজা গণ নরম পাইয়া গরম দেখায় ।
==============================================================================
শক্ত মাটিতে বিড়াল পায়খানা
শক্ত মাটিতে বিড়াল পায়খানা করেনা!
সুন্দর বলেছেনতো।
যা বলেছেন খাসায়
যা বলেছেন খাসায় বলেছেন…………… 😀
এই জাতিয় কাহিনী প্রতিটা দিন
এই জাতিয় কাহিনী প্রতিটা দিন দেখা লাগে, কেউ পাল্টাই না, এমনকি পাল্টানোর চেষ্টাটাও করি না
আমরা সবাই কিছু না কিছু করতেই
আমরা সবাই কিছু না কিছু করতেই চেষ্টা করি কিন্তু আসলেই চেষ্টার মতো চেষ্টা করতে পারিনা………
হুম
হুম
হুম
হুম