?ver=6″ width=”500″ />
হয় উনার ইচ্ছায় তুমি নীল শাড়ি পরেছো,
নয় তোমার ইচ্ছায় উনি নীল পাঞ্জাবী পরেছে।
কাপড়ের রঙ তো মিলেই গেলো
কয়দিন পর হয়তো মিলে যাবে তোমাদের মন।
উনার হাতে হাত রেখে হয়তো এগিয়ে যাবে সামনে
বুকে মাথা রেখে ভুলে যাবে সব
ভুলে যাবে তোমার প্রাক্তন কে
যে তোমায় এখনো বর্তমান ভাবে
তোমায় নিয়ে ভবিষ্যৎের স্বপ্ন দেখে।
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ