সাদা কালো ছবি তোলার যন্ত্র রবে সাথে
ঘাস ছেড়া ভেজা মাটির গন্ধ নিয়ে হাতে
গুঁজবো কানে কথা সুরের মিল লাগানো অস্ত্র
হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি হবে হবে সেদিন বস্ত্র
ঠেলবো পাশের গুণী জনকে জায়গা দেন না বলে
পলিথিনের মুখোশ পড়ে ঘুরতে যাব চলে
চিনবে না কেউ বলবে না কেউ করতে কোন কাজ
পকেট ফাঁকা সেদিন করবে টাকার উপর রাজ
কাজের নামে হারিয়ে যাব ছুটিছাটার নাই বালাই
খোঁজার চেষ্টা বাদ দিয়ে খেতে পারেন রসমালাই
আকাশ যদি বৃষ্টি ফেলায় মাথার উপর টুপ করে
লোক চিনে না, ফেলব গিলে চিনি দিয়ে চুপ করে
আগুন দেয়ার কাঠি থাকবে মাছ পোড়ানোর সাহস নাই
ভ্যালু অ্যাডেড ট্যাক্স ছাড়া কয়েকটা দিন ছুটি চাই
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ
ভ্যালু অ্যাডেড ট্যাক্স ছাড়া
😀
চমৎকার ছড়া। :থাম্বসআপ:
ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য
ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য
দারুন লাগল।
দারুন লাগল। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
আপনার কাছ থেকে প্রচুর উৎসাহ
আপনার কাছ থেকে প্রচুর উৎসাহ পাই, অনেক ধন্যবাদ
শেষ মনে হয় হাট্টিমাটিম টিম
শেষ মনে হয় হাট্টিমাটিম টিম পড়ছিলাম, এরপর এইটা পড়লাম :p
তাহলে তো আপানার জীবনে একটা
তাহলে তো আপানার জীবনে একটা স্মরণীয় ঘটনা ঘটায় দিলাম 😛
(No subject)
:p
বাহ!
বাহ! :তালিয়া:
ধইন্যবাদ
ধইন্যবাদ
বহুদিন পর ছড়া পড়লাম । ভাল
বহুদিন পর ছড়া পড়লাম । ভাল লাগল বিষয়বস্তু টা 🙂
আমি তো চিপায় পইরা এই বিষয়ে
আমি তো চিপায় পইরা এই বিষয়ে লিখলাম
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ: