জসীম উদ্দিনের লেখা কবর কবিতাটা আসলে পাইরেসির মাল
আসল কবিতা হইল এইটা যেটা আমি লিখেছি………
এই খানে তোর গোলাপি দাদীর কবর কাঁঠাল গাছের তলে,
তিরিশ বছর ভিজায়ে রেখেছি ছুনু আলতার রসে।
এতো টুকু তারে ঘরে এনেছিনু সাদা ধবধবে মুখ
ছুনু আলতা না দিলে পরে কেঁদে ভাসাইত বুক।
এইখানে ওইখানে ঘুরিয়া ফিরিয়া ভেবে হইতাম সারা,
সারা বাড়ি ভরি এতো ছাগু মোর জন্ম দিল কারা ।
সোনালি ঊষার ভুরু প্লাক করা মুখ তার আমার নয়নেভরি
লুঙ্গি উচাইয়া ক্ষেতে ছুটিতাম গায়ের ও পথ ধরি ।
যাইবার কালে চোখ রাঙ্গাইয়া তারে দেখে লইতাম কতো
এই লইয়া জাঞ্জুয়া সাব মোরে তামাশা করিত শত
এমনি করিয়া জানিনা কখন পকেটের সাথে মিশে
ছুনু আলতা কিনে তোর গোলাপি দাদি মোরে মেরে ফেলতো পিশে।
(সংগৃহীত)
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ
এই গুলাবি দাদির কবর খানা জবর
এই গুলাবি দাদির কবর খানা জবর হইছে…
:/ একটু চেঞ্জ করতেন একবারে
:/ একটু চেঞ্জ করতেন 😉 একবারে হুবহু হইয়া গেল না :p
নিজে লেখাতে সুখ নেই , কপি
নিজে লেখাতে সুখ নেই , কপি পেষ্টেই সুখ ।
😀 😀 😀 😀 😀 😀 😀 😀
(No subject)
😀
বাংলা সাহিত্যের এতো টাচি একটা
বাংলা সাহিত্যের এতো টাচি একটা কবিতারে গুলাপির সাথে প্যারোডি কইরা এমনে ইজ্জৎ মারতে পারলেন? আপনি খুব খ্রাপ। :টাইমশ্যাষ:
কবিতাটা নাস্তিক আছিল , আমি
কবিতাটা নাস্তিক আছিল , আমি শুধু আস্তিক করছি ।
:ফেরেশতা: :ফেরেশতা: :ফেরেশতা: :ফেরেশতা:
——————————————————————————————————————————————
৪. কপিরাইট লঙ্ঘন করে, এমন
এই পোস্টটির মালিক সৌ রভ। পোস্তের অরজিনাল লিঙ্কঃ http://www.amarblog.com/sou-rav/posts/167392
ইস্টিশন মাস্টারের দৃষ্টি আকর্ষণ করছি
যার বিয়ে তার খবর নাই
যার বিয়ে তার খবর নাই পাড়া-পড়শির ঘুম নাই ।
:ক্ষেপছি: :ক্ষেপছি: :ক্ষেপছি: :ক্ষেপছি: :ক্ষেপছি: :ক্ষেপছি:
===========================================