সাভারে রানা প্লাজা ধসে ১১২৭ জন মারা গেল আর ঠিক এই সময় ::
=>গ্রামীণফোন বহুদুর গেল চোদাইতে
=>বাংলালিংক দিন বদলের চেষ্টায় ব্যাস্ত থাকল
=>রবি আপন শক্তিতে খেঁচতে লাগল
=>সিটিসেল জুম এমন দৌড় দিল যা আগে কেউ দেয় নি
=>টেলিটক দেশের বাঁধ ভেঙ্গে জিম্বাবুয়ে গেল বাল ছিঁড়তে
আল্লাহর দুনিয়ার সবাই এমনি সময় দেশপ্রেমিক চোদায় , কামের সময় কেউ নাই ।
এ তো গেল এক কথা , আপনারা কি জানেন আন সাগর-রুনি হত্যার ৪৫৯ তম দিন । তাদের সন্তান ‘মেঘ’ এর কথা কারও মনে আছে ? কারও কি মনে আছে বিশ্বজিতের কথা ? তার পরিবারের কি অবস্থা কেউ জানে না । মনে আছে সেই সোনালী ব্যাংকের কর্মকর্তাকে ? যে কিনা নিজের উদ্যোগে হলমারকের দুর্নীতি ফাঁস করেছিল । এর কোথায় , কি অবস্থায় , কেমন আছে কেউ তার খবর রাখে না । সবাই আছে নিজের আখের গুছাতে । আরে ভাই রাজাকার অপরাধী সেটা তো সবাই জানে , তাদের ফাঁসি হোক এটাও সবাই চায় । তারপর ও কি তাদের নিয়ে এত লাফালাফি করার দরকার আছে ??? তাদের বিরুদ্ধে কথা আমিও বলি কিন্তু তাদের নিয়ে সারা দিন পড়ে না থেকে এদের কথাও চিন্তা কারা উচিত । রাজাকারের নিয়ে ১০ টা কথা বলেন এদের নিয়ে অন্তত ১ টা কথা তো বলবেন ।
আমরা ব্লগার আমরা জনগনের প্রতিনিধি আমরা যদি এদের কে ভুলে যাই তবে কারা মনে রাখবে বলেন ??
আর একটা জিনিস লক্ষ করেন রানা কে ধরল ভাল কথা , রিমান্ডে নিল তাও ভাল কথা , কিন্তু সে কি দুনিয়া থেকে হারিয়ে গেল নাকি ?? তার কোন খবর নাই ।
সবই ভাল । এসব নিয়ে বেশী কথা বলতে চাই না , বলে লাভও নাই ।
কারও আনুভূতিতে আঘাত লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । জানেন তো ক্ষমা মহৎ গুন ।
এত মহৎ হইবার পারুম না, ক্ষমা
এত মহৎ হইবার পারুম না, ক্ষমা নাই, অনুনুভুতিতে লাগছে মাইরি, বদলা চাই, বলদের দল না।
(No subject)
😀 😀 😀 😀 😀 😀 😀
“রাজাকারের নিয়ে ১০ টা কথা
“রাজাকারের নিয়ে ১০ টা কথা বলেন এদের নিয়ে অন্তত ১ টা কথা তো বলবেন ।”
আপনি আসলে প্রাগৈতিহাসিক সমস্যা আর রাষ্ট্রীয় পরিচয়ের সমস্যার মধ্যে তালগোল পাকাই ফেলছেন…
আমার মা-বোন কে যে ধর্ষণ করেছে আর অবিরত করে যাচ্ছে তাদের বিচার আগে…
চোর আর পুজিপতিদের বিচার আজীবন চাইতে পারব!!
সব সমস্যা এক করলে কোন সমস্যারই সমাধান হবে না।
আর, রাজাকার- ছদ্ধ রাজাকার- আর রাজাকার বান্দব রাজাকার সবাই নানান ছুতুই তেনা পেঁচিয়ে রাজাকারের বিচারটার গুরত্ত কমাতে চাই।
রাজাকারের বিবির, বাচ্চারা সব শিবির…
আপনাকে কে বলল, যারা রাজাকারের
আপনাকে কে বলল, যারা রাজাকারের বিচার চায় তারা সাগর-রুনী, বিশ্বজিৎ, হলমার্ক এইসব ইস্যু নিয়ে কথা বলে না? আপনি কি জানেন? যেই সুরে আপনি এই কথাগুলো বললেন কারা এইভাবে কথা বলে?
ছদ্ধ রাজাকার- আর রাজাকার
ছদ্ধ রাজাকার- আর রাজাকার বান্দব বুদ্ধিজীবীরা…
:ক্ষেপছি: :ক্ষেপছি: :ক্ষেপছি: :ক্ষেপছি:
আমি বুঝতেছি না সরকার এখন কেন
আমি বুঝতেছি না সরকার এখন কেন জামাত-শিবির নিষিদ্ধ করছে না ।
কিসের এত ভয় , কিসের এত সমস্যা ।
=====================================
আর একটু শালীন ভাবে পোস্ট দিন
আর একটু শালীন ভাবে পোস্ট দিন । আমরা ইষ্টিশন এর পরিবেশ পরিচ্ছন্ন চাই । শুভেচ্ছা রইল ।