প্রকাশিত লেখা ও মন্তব্যের দায় একান্তই সংশ্লিষ্ট লেখক বা মন্তব্যকারীর, ইস্টিশন কর্তৃপক্ষ এজন্য কোনভাবেই দায়ী নন। লেখকের এবং মন্তব্যকারীর লেখায় অথবা প্রোফাইলে পরিষ্কারভাবে লাইসেন্স প্রসঙ্গে কোন উল্লেখ না থাকলেও স্ব-স্ব লেখার এবং মন্তব্যের সর্বস্বত্ব সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক বা মন্তব্যকারী কর্তৃক সংরক্ষিত থাকবে। লেখকের বা মন্তব্যকারীর অনুমতি বা সূত্রোল্লেখ বা কৃতজ্ঞতা স্বীকার ব্যতিরেকে লেখার বা মন্তব্যের আংশিক বা পূর্ণ অংশ কোন ধরনের মিডিয়ায় পুনঃপ্রকাশ করা যাবে না।
আরে উর্বি!! ইস্টিশনে স্বাগতম।
আরে উর্বি!! ইস্টিশনে স্বাগতম। আশা করি এখানে আপনার লেখালেখি, আঁকিবুঁকি সহ অন্যের ব্লগ পাঠ আনন্দময় হবে 🙂
হ্যা। চলেই এলাম। প্রীত হইলাম
হ্যা। চলেই এলাম। প্রীত হইলাম সম্ভাষনে।
আশা করি আপনারো সামনের দিনগুলো ভালো কাটবে