প্রভাতের আলো ঠিকরে বেরিয়ে আসে
পিছনে নির্ঘুম প্রহর,
সবুজের ফাঁকে শীষ দেয় পাখিরা,
কেটে যায় আঁধার ।
চিলে কোঠায় হাঁসে রঙ্গিন স্বপ্ন
দিগন্তে পাহাড় ।
নৃত্য করে সোনালি রদ্দুর
নৃত্য করে নগর ,
নৃত্য করে উলঙ্গ লালসা,
শুভ্রতাকে দিয়ে কবর ।
আজ টিকটিকি ফেরি করে বেড়ায় হতাশা
সমুদ্রে ওঠে উথাল পাথাল ঝড় ,
মাথায় মাথায় কাফনের কাপড় ,
কফিনে কফিনে ভরে যায় শহর ।
ব্যস্ত নগর প্রসব করে দুঃস্বপ্ন
আর ক্ষত বিক্ষত এ হৃদয়
হাতড়ে হাতড়ে পথ খুজে বেড়ায় ।
কত প্রহর শেষ হয়ে যায়
শেষ হয় কত গোধূলি ,
নীড়ে ফিরে যায় সব পাখি
ফিরিনা শুধু আমি ।
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ
মোটামুটি মানের হয়েছে । আর ও
মোটামুটি মানের হয়েছে । আর ও ভাল লিখবেন আশা করি 🙂
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
আমি ভাই কবিতা পড়িও না, বুঝিও
আমি ভাই কবিতা পড়িও না, বুঝিও না… তবে এই কয়টা লাইন খুব ভালো লাগলো…
ব্যস্ত নগর প্রসব করে দুঃস্বপ্ন
আর ক্ষত বিক্ষত এ হৃদয়
হাতড়ে হাতড়ে পথ খুজে বেড়ায় ।
কত প্রহর শেষ হয়ে যায়
শেষ হয় কত গোধূলি ,
নীড়ে ফিরে যায় সব পাখি
ফিরিনা শুধু আমি ।
…
আজ টিকটিকি ফেরি করে বেড়ায়
আজ টিকটিকি ফেরি করে বেড়ায় হতাশা
সমুদ্রে ওঠে উথাল পাথাল ঝড় ,
মাথায় মাথায় কাফনের কাপড় ,
কফিনে কফিনে ভরে যায় শহর ।===পুরো কবিতার মধ্যে এই কয়টা লাইনের মানে বুঝি নাই… একটু বুঝিয়ে বললে খুশী হতাম…
ভাবুন না একটু প্রাণপ্রিয়
ভাবুন না একটু প্রাণপ্রিয় রায়ান ভাই । বিষয়টি অতি পুরনো কিন্তু সমসাময়িক বাস্তবতায় প্রকট হয়ে উঠেছে ভীষণ রকম । ধন্যবাদ আপনাকে এত গভীর ভাবে ভাবার জন্য ।
কবিতাটা পড়ে ভেবেছি। কিন্তু
কবিতাটা পড়ে ভেবেছি। কিন্তু তারপরও কবির সাথে কিছু কথা বলতে ইচ্ছা করে। আপনিই বলেন ভাই, আমি কি বলতে কি বলবো! আপনি আগে বলেন তারপর আমিও আমার ভাবনা শেয়ার করবো, সমস্যা নাই!টিকটিকি বলতে কাকে বুঝিয়েছেন?