খাম্বার ভেতরে(inside the khamba)

খাম্বা ছিল এক লম্বু বাদামের নাম। তাহার গায়ের রঙ ছিল উজ্জ্বল বাদামী আর তাহার ফিগার ছিল পুরো hourglass শেপের। একদম ৩৬-২৪-৩৬! সে কি রুপ!

সে একটু লম্বা ছিল আরকি। তাতে কি। কতো বাদামের ঘুম যে খাম্বা হারাম করিয়াছে তাহা গুনিয়া শেষ করা যাইবে নাহ। খাম্বা ওয়াস দা মোস্ট হট বাদাম অফ বল্টুর ২ টাকার বাদামের পোটলা।
খাম্বা ছিল পিওর ভার্জিন বাদাম। সে তাহার ফাবুলাস দেহে এখনো কাওকে হাত দিতে দেয় নাই। আসলে ব্যাপার হইল তাহার আসে পাশের বাদামের হাত ছিল না। হাত দিবে ক্যামনে?
তাহারা যাকে ডিসাইয়ার করিত সরাসরি তাহার উপরে ঝাপাইয়া পরিত।
তবে বিগ এন্ড সেক্সি মানুষ দেখে অনেক মেয়ে বাদামই হার মানিয়াছে। তবে মানুষ এক নাম্বার প্লেবয়। এক বাদাম শেষ হইলে সাথে সাথেই আরেক বাদাম ধরে। আবার মাঝে মাঝে ৫-৬ টারে একসাথে শেষ করে। ছিঃ ছিঃ ছিঃ! কতো বাদামের কাপড় খুলিয়া তাহার “ভিতরের অংশ” মানুষেরা ভক্ষণ করে মানে ভোগ করে। তাও অনেকজন একসাথে করে। ছিঃ। এই নির্লজ্জ বেহায়া বাদাম আর মানুষগুলো।
খাম্বা এমন ছিল না মোটেও। সে নিজেকে পোটলার একেবারে শেষের দিকে লবন-মরিচের পিছনে লুকাইয়া রাখিত।
তবে নিয়তি বড়ই নিষ্ঠুর। খাম্বার একটি সমস্যা ছিল। তাহার বাহিরে অতি সুন্দর দেহ হইলেও ভেতরে আছে বলস। বাট বলস তো থাকে ছেলেদের।
সে কাঁদিত। হোয়াই হোয়াই হোয়াই ডু আই হেভ বলস। বাদামের রাজা চিনাবাদাম আমার সাথে কেন এ অনর্থ করিল।
হায়! হায়! তবে কি সে ছেলেও নয় মেয়েও নয়। অতি দুঃখ, হতাশা, দুশ্চিন্তা তাহাকে গ্রাস করিল। ঠিক করিল আত্মহত্যা করিবে।
একদিন সে ঠিকই পোটলার উপরে উঠে আসল। চোখ বন্ধ করিয়া ঝাপ দিল পল্টুর মুখে। সময় জেনো থামিয়া গেল। অনন্ত কাল ধরে পড়িতে লাগিল পল্টুর মুখে।
এভাবেই পোটলা সুন্দরী খাম্বার মৃত্যু হইল।
হায়! দুনিয়ার সব বাদাম এতে শোকাহত।
তবে মৃত্যুর আগে সে শান্তিতে মরিল। কারণ পল্টু বলিয়াছিল “বাহ! বাদামটা মজা তো।’’

ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ

৯ thoughts on “খাম্বার ভেতরে(inside the khamba)

 1. ভাল হয়েছে। মানুষের খারাপ
  ভাল হয়েছে। মানুষের খারাপ দিকটি রুপক অর্থে তুলে ধরা হয়েছে । যদিও বুঝতে অনেক সময় লেগেছে

  1. খাম্বা না অশ্বডিম্ব?
   রুপক

   খাম্বা না অশ্বডিম্ব?
   রুপক হওয়ার চেষ্টা আছে তবে কিছুটা ব্যর্থ…
   ভাল লাগল বলতে পারলাম না!!

  2. না ভাই রুপক হবার কোনই চেষ্টা
   না ভাই রুপক হবার কোনই চেষ্টা নাই। ভাবুক মানুশজন নিয়া এই সমস্যা। বাদামের আত্মহত্যার কাহিনির ভিতরেও রুপক খুঁজে 🙁

 2. কোন ম্যাসেজ আসলেই আছে কি? আমি
  কোন ম্যাসেজ আসলেই আছে কি? আমি বুঝিনি। আমি এটাকে হাহাপগে শ্রেণির মনে করেছিলাম…

 3. মেসেজ টা অস্পষ্ট । তবে রুপক
  মেসেজ টা অস্পষ্ট । তবে রুপক টা মোটামুটি অর্থে ভাল । আপনি তো ভাল লেখেন এমনিতেই । শুভেচ্ছা রইল । :খুশি:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

47 − = 42