“ বিশ্ব দুই শিবিরে বিভক্ত – শোষক আর শোষিত। আমি শোষিতের পক্ষে”। বঙ্গবন্ধুর এই অমর বাণীর মাধ্যমে তিনি শুধু নিজের নয় বিশ্ববাসীর কাছে পুরো বাঙ্গালী জাতির অবস্থান তুলে ধরেছিলেন। আজ সময় এসেছে সেই বাণীকে সত্য প্রমাণিত করার। হয়তো জাতির জনক আজ আমাদের মাঝে নেই, কিন্তু আমাদের আছে তার সুযোগ্য উত্তরসূরি। মানবতার এই ক্রান্তিলগ্নে, নিপীড়িত রোহিঙ্গা সমাজের দুর্ভোগ উত্তরণে সমগ্র বিশ্ববাসী তাকিয়ে আছে শেখ হাসিনার দিকে। অবশ্যই, জাতির পিতার এ কথাগুলোকে বাস্তবে রূপদিয়ে গোটা বাঙ্গালি জাতির মুখ উজ্জল করবেন তিনি। জয় হোক মানবতার, জয় হোক বাঙ্গালীর। – জয় বাংলা ✊✊
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ
এই রোহিঙ্গারা এক দিন আমাদের
এই রোহিঙ্গারা এক দিন আমাদের জন্যে বিষফোড়া হয়ে দাড়াবে।
কেন মোল্লা ভাই ?
কেন মোল্লা ভাই ?
পড়লাম। কোন মন্তব্য করবো না।
পড়লাম। কোন মন্তব্য করবো না।
==============================================
ফেসবুকে আমার ইস্টিশন বন্ধুদের Add করার ও আমার ইস্টিশনে আমার পোস্ট পড়ার অনুরোধ করছি। লিংক : https://web.facebook.com/JahangirHossainDDMoEduGoB
ধন্যবাদ
ধন্যবাদ