টঙ্গির ১১ বছরের শিশু পুর্নিমা। যাকে ধর্ষকেরা ৫৫ দিন আটকে রেখে ধর্ষন করে।
সেই পুর্নিমার জায়গায় আপনার আমার বোন হতে পারতো ধর্ষন। এই ধর্ষকদের শাস্তি না হওয়ায় এরা আরো সাহস পাচ্ছে। এদের যথা যথ শাস্তির প্রয়োজন। কিন্তু আইন তো অন্ধ তাকে আওয়াজ কোরে সোনাতে হবে। দুই এক জনের আওয়াজ তার কানে পৌছাবে না তাই বড় আওয়াজ প্রয়োজন তার জন্য দরকার আন্দোলনের ।
টঙ্গির ১১ বছরের শিশু পুর্নিমা। যাকে ধর্ষকেরা ৫৫ দিন আটকে রেখে ধর্ষন করে।
সেই পুর্নিমার জায়গায় আপনার আমার বোন হতে পারতো ধর্ষন। এই ধর্ষকদের শাস্তি না হওয়ায় এরা আরো সাহস পাচ্ছে। এদের যথা যথ শাস্তির প্রয়োজন। কিন্তু আইন তো অন্ধ তাকে আওয়াজ কোরে সোনাতে হবে। দুই এক জনের আওয়াজ তার কানে পৌছাবে না তাই বড় আওয়াজ প্রয়োজন তার জন্য দরকার আন্দোলনের ।
ব্লগ ও ফেসবুকে বারবার সকলেই আন্দোলনের কথা বললেও কেউ উদ্দোগ নিচ্ছিল না। এমন সময় পূজা চক্রবর্তী নামে এক মেয়ে সেই সাহসী পদক্ষেপ গ্রহন করল। সে রাজধানী এর শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে মানববন্ধনের ডাক দিল। যা আমরা সাহস করতে পারি নি। কিন্তু সে তো সামান্য তাই তার এই ডাক বেশি মানুষের কানে পৌছাল না প্রচারনার অভাবে। কিন্তু তার সাহসি পদক্ষেপ যাদের ই কানে পৌছেছে সবাই সম্মতি দিয়েছে।
এ দ্বায়িত্ব আমাদের । আমাদের বোন ধর্ষিত হয়েছে। আমাদেরই কিছু করতে হবে। ভারতে দিল্লিতে ধর্ষকের শাস্তির জন্যে সকলেই ক্রোধে ফেটে পড়েছিল আমরা কি সামন্য কয়েক মিনিট মানববন্ধন করতে পারি না।
আসুন শাহবাগে যোগ দিন আমাদের সাথে। ফেসবুকের এই ইভেন্টে সকলকে ইনভাইট করে জানিয়ে দিন।
এই মেয়েটি হিন্দু এই টা মনে করবেন না। মনে করুন সে আপনার আমার মত কারো বোন। আমাদের বোনদের নিরাপত্তার জন্য এ আন্দোলনে সকল কে আহব্বান জানাচ্ছি।
ইভেন্ট লিঙ্ক – http://facebook.com/events/588143127874037?full&refid=54
সবাইকে জানিয়ে দিন মানবতার প্রকাশ করুন। এগিয়ে আসুন ।
ফেইসবুকে ইভেন্টের লিংক শেয়ার
ফেইসবুকে ইভেন্টের লিংক শেয়ার দিলাম। আমার ফ্রেন্ডদের ইনভাইটও করবো। আমি ঢাকার বাইরে থাকি। তাই মানববন্ধনে যোগ দিতে পারলামনা বলে দুঃখিত!
ধন্যবাদ!!
ধন্যবাদ!!
রুখে দিতে হবে এদের।
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: রুখে দিতে হবে এদের।
দিল্লি আমাদের জন্য একটি
দিল্লি আমাদের জন্য একটি উৎকৃষ্ট উদাহরণ হতে পারে।
এই মেয়েটি হিন্দু এই টা মনে
ধুর মিয়া এই কথা টা বলার কি দরকার ছিল । কিসের হিন্দু !!! কিসের মুসলমান !!!! নিজেই তো ভুল করলেন । কথা টা তুলে।
বাই দা ওয়ে বিষয় টা তুলে ধরেছেন বলে ধন্যবাদ । :ফুল:
কিছু দিন আগে এক জায়গায়
কিছু দিন আগে এক জায়গায় দেখেছিলাম ওকে সাহায্য করে লাভ কি? ও তো হিন্দু এটা আমার দেখা ভাই। আপনি আমি কখনও এগুলো ভাববো না
অসুস্থ মস্তিস্কের কিছু মানুষ এই বিভেদ তৈরি করে।
ভালো একটি পোস্ট
ভালো একটি পোস্ট
ধন্যবাদ শেয়ার করুন।
ধন্যবাদ শেয়ার করুন।
আজ তার সাথে হওয়া ঘটনা মিডিয়ায়
আজ তার সাথে হওয়া ঘটনা মিডিয়ায় এসেছে বলে সবাই তার পাশে দাড়িয়েছে। কিন্তু এরকম ঘটনার সত্যিকারের অবস্থার সংখ্যা কত ভয়াবহ তার ধারনা আছে? মানুষের মুখে দেখি একটা কথা খুব চলে- অল্পবয়সি মেয়ের ভুলের নাকি সবচেয়ে বড় শাস্তি বিয়ে। এই ধারনা কবে পাল্টাবে?
আমি আপনার প্রশ্নের কাছে
আমি আপনার প্রশ্নের কাছে বাকহীন
শয়তান টইতান হচ্ছে দায়িত্ব
শয়তান টইতান হচ্ছে দায়িত্ব এড়ানোর ছুথু!!
মানুষ-ই মাদার তেরেসা- মহাত্মা গান্ধী আবার মানুষ-ই গু আজম -সাইদি…
মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর।।
হিন্দু না সে মুসলমান বড় কথা
হিন্দু না সে মুসলমান বড় কথা নয়। অপরাধের বিরুদ্ধে সোচ্ছার হতে সব সময় এগিয়ে থাকবো, এগিয়ে আসবো।
************************************
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।
হ্যা ভাই সাথে আছি থাকব।
হ্যা ভাই সাথে আছি থাকব। অসাম্প্রদায়ীক বাংলাদেশ গড়তে আমরা ঐক্যবদ্ধ।
আমরা আজ ৫৫ দিনের সংখ্যায় ভীত
আমরা আজ ৫৫ দিনের সংখ্যায় ভীত অথচ প্রতিদিনই এমন ধর্ষিত হয় হাজার নারী ৫৫ হাজার বর্গমাইল জুড়ে!! সভ্যতার ‘মা’দের দেখার কেউ নাই?
সবাইকে জানিয়ে দিন বিবেকের প্রকাশ করুন। এগিয়ে আসুন…
শুক্রবারে একটা কর্মসূচী রাখেন—
ফেসবুকের ঐ কর্ম সূচিটা
ফেসবুকের ঐ কর্ম সূচিটা শুক্রবার লিঙ্কে দেখুন আপনি প্রচার করুন অনেকেই জানতে পারবে!