আমরা রাজাকারের ফাসি চেয়েছিলাম,
আমরা ধর্ষনের বিচার চেয়েছিলা।
আমরা মানবতার কথা বলতে চেয়েছিলাম,
আমরা ধর্মীয় বিভেদ ভুলে বাঙ্গালিকে এক হতে বলেছিলাম।
আমরা জামাত শিবির বয়কটের কথা বলেছিলাম,
আমরা দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় জাগাতে চেয়েছিলাম।
আফসোস,
আমরাই আজ সমাজে অচ্ছুত,
আমরাই বয়কট হয়ে গেছি।
হারামজাদারা বলে,
কি লাভ ৭২এর সংবিধান খোজে,
৪২ বছর আগে কি হয়েছিল,
কি হবে জেনে?
হে বাংলা মা,
আমার মৃত্যু হয় না কেনো?
কি লাভ এই জারজের দেশে
ধুকে ধুকে বেচে?
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ
ঠিক না
ঠিক না
আফসোস,
আমরাই আজ সমাজে
নির্মম সত্য । :মনখারাপ: :মনখারাপ: :মনখারাপ:
হতদ্যোম হলে আসলেই সব শেষ হয়ে
হতদ্যোম হলে আসলেই সব শেষ হয়ে যাবে ভাই 🙂
হতোদ্দম নই।
হারও মানি
হতোদ্দম নই।
হারও মানি নি।
কিন্তু কষ্ট হয় প্রতিক্রিয়াশিলরা প্রপাগাণ্ডা খুব সহজেই ছড়াতে পারে।
অক্ষমদের শেষ হাতিয়ারই
অক্ষমদের শেষ হাতিয়ারই এইসব…
ধৈর্য ধরেন! সব ঠিক হয়ে যাবে!!
মিথ্যা আশ্বাস নয়, আমি দেখতে পারছি-
সত্যের জয় প্রত্যাসন্ন…
তারিক ভাইয়ের সাথে একমত।
তারিক ভাইয়ের সাথে একমত।
আতিক ভাই সাহস পাইলাম…
কিচু
আতিক ভাই সাহস পাইলাম…
কিচু একটা নাটকীয় অপেক্ষা করতেছে!!
“”””কি লাভ এই জারজের দেশে”””
“”””কি লাভ এই জারজের দেশে””” এই দেশ জারজ নয় জারজদের হাত থেকে মুক্ত করে এই দেশ স্বাধিন হয়ে ছিল কিন্তু সেই জারজেরা পুনোরায় প্রবেশ করেছে। তাদের বিরুদ্ধেই তো আমাদের এই যুদ্ধ।
হতাশ হচ্ছেন কেন অস্ত্র ফেলে দিচ্ছেন কেন । আমাদের ই জয় হবে!!
আমরা আন্দোলনে সংগঠিত হয়েছি এখন ও ৫-৬ মাস ও হয় নি ৭১ এ ৯ মাস যুদ্ধ হয়েছিল ভুলে গেছেন?
সংগঠিত হচ্ছি, কাজ করছি যার
সংগঠিত হচ্ছি, কাজ করছি যার যার মত করে।