ঘাটাঘাটি করে কাশ্মীরের ইতিহাস জানতে গিয়ে যা উপলব্ধি করলাম, তা হলে কাশ্মীরের বর্তমান অবস্থার জন্য কাশ্মীরি নেতাদের সিধান্তহীনতা আর নেতৃত্বের লোভই দায়ী। যুগে যুগে হয়েছেও তাই, নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে বিশ্বের সব দেশের নেতৃত্ব তাদের ভূখন্ড কে বিপন্ন করেছে, ক্ষমতা ভোগ ও করেছে, কিন্তু তাদের মৃত্যুর মধ্য দিয়ে তাদের ক্ষমতা শেষ হয়ে গেলেও দীর্ঘমেয়াদে সেই দেশ, জাতি ক্ষতিগ্রস্থ হয়েছে।
কাশ্মীর থেকে বাংলাদেশেরও শিক্ষা নেয়ার মতো অনেক কিছু আছে। আজকের বাংলাদেশ ও কিন্তু খুউব একটা স্বাধীনতা আর সার্বভৌমত্ব উপভোগ করছে তা বলার অবকাশ নেই। কারন, দীর্ঘ বছরের স্বৈরশাসনের কারণে ক্ষমতাসীন দলকেও অনেক প্রভুদের কাছে মাথানত করে চলতে হচ্ছে। যার পরিনামে আমরা এখন দেখতে পাচ্ছি, ভারতের বিমান বন্দরের জন্য বাংলাদেশ তাদের ভূ-খন্ড থেকে জমি দেয়ার প্রস্তাবে নিমরাজি হয়েই আছে। এটা এখন শুধু ঘোষণার ব্যাপার মাত্র। বাংলাদেশের উপর ভারতের নিওকলোনিয়ালিজম অনেক আগে থেকেই চলছিলো, প্রশ্ন হলো কবে সিকিম কিংবা জম্মু-কাশ্মীমের মতো আগ্রসন শুরু হবে! কিংবা আদৌ হবে কিনা।
০১
০২.
০৩
০৪
০৫
০৬
০৭
০৮
০৯
১০
১১
১২
১৩
১৪
১৫
১৬
১৭
.
বিবিসি থেকে কপি করা, তাহলেও, “স্থিতিবস্থা” মানে কি? এই শব্দটার মানে কি? যেটা ঘটেছিল ১৯৪৭ সালে?