গনত্রন্ত্র, আইনের শাসন , ন্যায়বিচার হয়ে গেলো বন্দি।
শাসকের কোথায় চলি আমি
বাঁচার জন্য করি ফন্দি।
রাজার কি আর হয় ভুল?
আমি প্রজা আমার কত শত-ভূল ।
ফাঁসির মঞ্চ, জেলখানা, হেমলক সব আমার জন্য
আমার পিঠে চাবুকে-চিবুকে মানচিত্র বসে গেছে
তবুও দেশ আমার হয় না।
আমার কলম, চিন্তা, কোথায় শাসকের ভয়
ঐ গদিতে আমার লোভ নেই।
আমাকে বাঁচাতে দাও আমার মতো করে
আমায় কেন বোবা করে দাও
আমার চিন্তা ও কলমে কেন আইন বসাও?
হে শাসক মনেরেখো !!!
তুমি রাজা নও , আমিও প্রজা নই
আমরা সবাই সমান আমার দেশে।
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ