প্রিয়তমা নিপা পারভীন,
তোমার আমার সংসার কোন এক পাহাড়ের চূড়ায় হতো। প্রতিটি রাতে তোমাকে নিয়ে জোসনার আলোতে নিয়ে বসতাম। জানি খুবই অভাবি সংসার হতো। পেতে না আধুনিকতার ছোয়া তবে প্রতিরাতে তোমাকে চাঁদ দেখাতাম। কারন চাঁদের আলোতে তোমার মায়াবী চোখে আমি খুন হতাম আবার জীবিত হতাম।
তোমার হাটুতে মাথা রেখে গুন গুন করে- আমার ছোট বেলার হুজুরের কাগজ পরার কাহিনী শোনাতাম। তুমি হাসতে আর অপলোক দৃষ্টিতে চাঁদের আলোতে তোমার মিষ্টি মাখা, মায়াবী চোখের দিকে তাকিয়ে খুব আস্তে ডাকতাম “বউ, বউগো আয় জোসনায় ভিজি।
-অনু
অভাবি সংসার
০৩.০৩.২০২১ইং
সময়: রাত ৮:৫৪মিনিট।
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ