আমি সেই ঘুড়ি হবো
তোমায় উড়িয়ে
নিজেই ছিড়েঁ যাবো।
আমি সেই গাছ হবো
তোমায় ছায়া দিয়ে
নিজেই মরে যাবো।
আমি সেই বাশেঁর সাকো হবো
তোমায় পার করে
নিজেই ভেঙ্গে যাবো।
আমি সেই পানি হবো
তোমায় তৃষ্ণার্ত মিটিয়ে
নিজেই মিশে যাবো।
আমি সেই সূর্য হবো
তোমায় আলো করে
নিজেই সন্ধ্যায় ডুবে যাবো।
আমি সেই চন্দ্র হবো
তোমায় জোসনায় আলোকিত করে
নিজেই ভোরে ডুবে যাবো।
আমি সেই নৌকো হবো
তোমায় নদী পার করে
নিজেই ডুবে যাবো।
নিপা পারভীন আমি সেই অনু হবো
তোমায় ভালোবাসা শিখিয়ে
নিজেই পৃথিবী থেকে চলে যাবো।
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ