একদিন আমার অনেক সাহস হবে
পাশ কাটিয়ে, এড়িয়ে চলা আমি এক লাফে পাহাড় ডিঙাব!
অজস্র জোড়া চোখের দাবানল আমাকে আর ছোঁবেনা;
পা থেকে মাথা অবধি নিজেকে নিজেই জড়িয়ে নেবো।
একদিন আমার অনেক সাহস হবে।
চিকন সুতোর টানগুলোকে ছিঁড়ে ফেলে অচেনা কোথাও পাড়ি জমাবো,
আকাশছোঁয়া বাড়ি হবে আমার!
সেই বাড়িতে নতুন সুতোর বুনোন দেব, পুরোনো ক্ষত সাড়িয়ে নেব।
একদিন আবার নেমে আসবো মাটিতে
ছেঁড়া সুতোগুলো ছুঁয়ে দেখবো,
পচন ধরেনি তো?
হয়তো তারা নেতিয়ে যাবে, কিংবা আরো সতেজ হবে !
হয়তো আবার বাঁধবো তাদের, কিংবা দূরে ঠেলে দেবে!
নিজের সাথে আলাপনে সেদিন ঠিক সামলে নেব;
এখন আমার অনেক সাহস!
মৃত্যু কিংবা জীবন হব।
১ thought on “এখন আমার অনেক সাহস”