আমি শ্রোতা
ব্যার্থরা পরাজিত যাদের কাছে
তাদের সফলতার গল্প শুনি,
ধরণীর রঙমহলে কাকতাড়ুয়াও
সুযোগে কোকিল সুরে গান বেঁধে
অগ্নি ফোয়ারায় স্নানে নামাতে ব্যাকুল।
আমি এখন দর্শক
ভেটকিমাছের ভেলকি দেখে
হীনমন্যতায় নিজেকে মারি,
সুযোগ পেলে ব্যাঙাচিও
বোয়াল বেশে জাহির করে
নানান বাহানায় আয়নাবাজি খেলে।
এ সমাজে
টাকা-পয়সা, অর্থ-কড়ি
সফলতার চাবি কাঠি,
ধনসম্পদ থাকে যদি
নেতা তুমি সমাজপতি,
তাইতো ভাই শেষ! শেষ!
প্রতিভারা আগুনে পুড়ে ছাই
জলে ভিজে নাই নাই
এইতো সমাজটা চলছে বেশ।
দাঁড় কাকও করুণার ল্যাঙ মারিয়ে
কর্কশ সুরে দাম্ভিকতার রঙ লাগায়।