স্বপ্ন গুলো সত্যি হবে প্রতিক্ষা আমার এই
তোমায় আমি কাছে পাবো তুমি যে সেই।
কেন তুমি বোঝোনা আমায়
জীবনে চলার পথে পাশে চাই আমি তোমায় ।
দেহের প্রতি তোমার নাই কোন মায়া
আমার জীবনে চাই শুধু তোমার ছায়া ।
(১)
স্বপ্ন গুলো সত্যি হবে প্রতিক্ষা আমার এই
তোমায় আমি কাছে পাবো তুমি যে সেই।
কেন তুমি বোঝোনা আমায়
জীবনে চলার পথে পাশে চাই আমি তোমায় ।
দেহের প্রতি তোমার নাই কোন মায়া
আমার জীবনে চাই শুধু তোমার ছায়া ।
ভাল লাগা ভালবাসা জানি না বলে কাকে
ভাল লাগে যখন পাশে পাই তোমাকে।
(২)
চাউ কি তুমি, বুঝি না তোমায়
আমি শুধু চাই ভালবাসতে তোমায়।
প্রতিক্ষায় ছিলাম ,থাকবো আরো
দু:খ রবে না তুমি যদি হউ অন্য কারো
আমি চাই শুধু তোমার শুখ,
সর্বদা চাই হাসি মুখর থাকুক তোমার মুখ
অনুভূতির প্রকাশকে স্বাগত
অনুভূতির প্রকাশকে স্বাগত জানাই। তবে আপনার গদ্য নিয়ে আরও কিছুদিন ঘষামাজার মধ্যে থাকাই ভালো হবে। পদ্য আরও কঠিন জিনিস।
হুম ভাই গল্প নিয়েই আছি এখনওতো
হুম ভাই গল্প নিয়েই আছি এখনওতো লিখতেই শিখিনি অনেক বাকি আছে অনেক
পড়ার জন্য ধন্যবাদ মাথায় লাইন ঘড়তেছিক তাই লিখেছি
শব্দগুলো বেশ কমন ।তবুও ভাল
শব্দগুলো বেশ কমন ।তবুও ভাল লেগেছে ।
পড়ার জন্য ধন্যবাদ
পড়ার জন্য ধন্যবাদ
“আমি তুমি
তুমি আমি”
টাইপ হয়ে
“আমি তুমি
তুমি আমি”
টাইপ হয়ে গেছে।
হুম ভাই
হুম ভাই
চালিয়ে যান।হবে।
চালিয়ে যান।হবে।
(No subject)
:চিন্তায়আছি: :ভাবতেছি: :বুখেআয়বাবুল:
একদম এ্করোখা যে হলো।ফর্ম আরো
একদম এ্করোখা যে হলো।ফর্ম আরো আধুনিক হলে সুন্দর হতো কিন্তু।
কবিতা আমার লিখার বিষয়ও না
কবিতা আমার লিখার বিষয়ও না গল্পই আমার টার্গেট তবুও মাঝে মাঝে মাথায় চলে আসে তাই লিখে ফেলি ভাই ! আর আমি আসলে কবিতা খুবই কম বুঝি আর লিখব কি করে?? ব
ও আচ্ছা।
ও আচ্ছা।
কেন চিন্তায় আছেন?
কেন চিন্তায় আছেন?
কেন চিন্তায় আছেন?
কেন চিন্তায় আছেন?
কেন চিন্তায় আছেন?
কেন চিন্তায় আছেন?
আরে ভাই লিখতে লিখতেই হবে
আরে ভাই লিখতে লিখতেই হবে
ক্লাস নাই কবিতার। এই টাইপের
ক্লাস নাই কবিতার। এই টাইপের কবিতা চলতে থাকলে কবিতা পরাই ছেরে দিব। খালি আমি আর তুমি।
আমি খাই, তুমি নাই,
বাড়ি যাই, মুড়ি খাই।
তেল নাই, লবন নাই,
মিস কল দেও নাই।
এই টাইপের কবিতা হয়া গেল রে ভাই।
তবে লেখার জন্য আপনাকে ধন্যবাদ। কয়জনই বা চেষ্টা করতে পারে???