১। সাইন বোর্ডে লেখা আছে ” সরকারী অফিসের সামনে ময়লা আবর্জনা ফেলবেন না” এটা দেখে আমার এক বন্ধু জানতে চাইল বলত এর মানে কি? আমি কিছু বলতে যাওয়ার আগেই সে বলল। সরকারী অফিসে ময়লা তো ভিতরে থাকে বাইরে না।এই জন্যই নোটিশ দিয়ে দেয়া হয়েছে।
২। একটা জন্মদিনের নিমন্ত্রণে গিয়েছি। এটা ছিল তার ৫৬তম জন্মদিন। প্রতিবছরই তার জন্মদিন আয়োজন করে পালিত হয়। এবারও কেক কাটার সময় তার স্ত্রী এসে পাশে দাঁড়াল। তো আমাদের মাঝ থেকে এক রসিক জানতে চাইল গত বছর আপনার সাথে দাঁড়িয়ে কি তিনিই কেক কেটেছিল!! নাকি আরেক জন?
৩। পেস্টের বিজ্ঞাপনে এখন ডাক্তাররা অংশ গ্রহন করছে। পেস্টের গুন গান গাওয়ার পরে। পেষ্ট তো বাজারে ভালই চলছে। পেষ্ট যদি অনেক রকম দন্ত রুগ থেকে মুক্তি করে তবে ডেন্টিস্টদের কি হবে? ডেন্টিস্টদের তো ব্যবসার দরকার আছে। তার পর ………………. অনেক তর্ক বিতর্কের পর। বিজ্ঞাপনে যুক্ত হলো। “প্রতি ছয় মাস অন্তর অন্তর ডেন্টিস্টের পরামর্শ নিন।” তার পর তারা সুখে শান্তিতে ব্যবসা চালিয়ে যেতে লাগল।
৪.১। ডাক্তার এবং উকিলের মধ্যে মিল কোথায়?
দুজনই ফি ছাড়া কাজ করেন না। এবং দুজনই তার ক্লায়েন্টকে হাত ছাড়া করতে চান না।
৪.২। ডাক্তার এবং উকিলের মধ্যে অমিল কোথায়?
একজন সাদা গাউন পড়েন আর একজন কাল।
৪.৩। ডাক্তার এবং উকিল তাদের মাধ্যে সম্পর্ক কি?তাদের মাঝে এত সুসম্পর্ক কেন?
:উকিল ডাক্তারের কাছে যান জীবন বাঁচাতে এবং ডাক্তাররা উকিলের কাছে যান ইনকমট্যাক্স বাঁচাতে। জীবন এবং টাকার মাঝে সম্পর্ক যা ।
৫। সরকারী অফিসে সেবা খারাপ কেন?
:সেখানে মেধাবীরা লোক যায় না।
কেন সেখানে মেধাবীরা যায় না?
:সেখানে বেতন কম।
তাহলে বড় কর্তাদের ব্যাংকে এত টাকা জমে কি করে?
৬। প্রতি শীতে এত এত ওয়াজ মাহফিল হয়। এর আউটপুট কি?
:কেন প্রতিবছর নতুন বক্তা তৈরী হচ্ছে না!
৭। ঈশ্বর যদি থেকে থাকেন তবু দেখা দেয় না কেন? তার অলৌকিক ক্ষমতা প্রদর্শন করে না কেন?
:কেন না জানে! টাকা ছাড়া বানরও নাচে না।
৮। বামপন্থি দলের আন্দোলনে এত বেশি বেশি দাবী এক সাথে থাকে কেন?
:অন্যথায় লিফলেটের অপর পৃষ্ঠা খালি থাকে যে !
৯। বামপন্থি আন্দোলন গুলোকে আওয়ামীলীগ দেখে জামায়াতীয় দৃষ্টিভঙ্গিতে আর জামাত দেখে আওয়ামীলীগের দৃষ্টিতে।
:কিন্তু বিএনপির কথা বললেন না কেন?
:জামাতের বোরকা পড়া বিএনপির আবার দৃষ্টিভঙ্গি কি !
দারুণ রসবোধ।
তবে
দারুণ রসবোধ। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
তবে উকিলের ব্যাপার বলতে পারব না, কিন্তু ফী ছাড়া ডাক্তাররা কাজ করেন না এটা পুরাই ভুয়া। :হাসি:
ইস্টিশনের বেশ কিছু যাত্রীকেই আমি ফী ছাড়া চিকিৎসা দিয়েছি। :কেউরেকইসনা:
ইস্টিশনের বেশ কিছু যাত্রীকেই
বলেন কি ইস্টিশন চালু হতে না হতেই লোকজন অসুস্থ হতে শুরু করেছে? কোন ভুল হচ্ছে না তো ডাক্তার !!! :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
:শয়তান: :শয়তান: :শয়তান:
হাহাহাহাহাহা………
হাহাহাহাহাহা……… ডাক্তারের গায়ে লেগে গেছে। :-B
তবে হ্যাঁ, ফি ছাড়াও ডাক্তারদের কাজ করতে হয়। তবে উকিলের জাত নিজের বাপের থেকেও ফি আদায় করে ছাড়ে।
হিহিহিহিহিহিহিহ
হিহিহিহিহিহিহিহ :হাসি: :হাসি: :হাসি: :হাসি: :হাসি: :হাসি:
বাস্তব অসঙ্গতিগুলো চোখে আঙুল
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
বাস্তব অসঙ্গতিগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।
Hmm, without fee rugi dekhe
Hmm, without fee rugi dekhe lav nai, kothaye ace na, shostar tin obostha? Patta dibo na.
শুধু ফী ছাড়া চিকিৎসা কি
শুধু ফী ছাড়া চিকিৎসা কি বুইলছেন, ্ডাক্তার সাব ফ্রি ওষুধও দেন :ফেরেশতা: :ফেরেশতা: :ফেরেশতা:
পোস্ট টা সুন্দর
পোস্ট টা সুন্দর