ফিরে তাকানোর নেই ভীরু মোহ, কী গতিশীল!
সবাই এসেছে, তুমি আসোনিকো, ডাকে মিছিল-
একটি কথায় ব্যক্ত চেতনাঃ আকাশে নীল,
দৃষ্টি সেখানে তাইতো পদধ্বনিতে মিল।
সামনে মৃত্যুকবলিত দ্বার,
থাক অরণ্য, থাক না পাহাড়,
ব্যর্থ নোঙর, নদী হব পার, খুঁটি শিথিল।
আমরা এসেছি মিছিলে, গর্জে ওঠে মিছিল।।
– সুকান্ত ভট্টাচার্য
মোমের আলোয় আসুন ঢেকে দিই অন্ধকার।
সাময়িক অসুবিধার জন্যে দুঃখিত
ফিরে তাকানোর নেই ভীরু মোহ, কী গতিশীল!
সবাই এসেছে, তুমি আসোনিকো, ডাকে মিছিল-
একটি কথায় ব্যক্ত চেতনাঃ আকাশে নীল,
দৃষ্টি সেখানে তাইতো পদধ্বনিতে মিল।
সামনে মৃত্যুকবলিত দ্বার,
থাক অরণ্য, থাক না পাহাড়,
ব্যর্থ নোঙর, নদী হব পার, খুঁটি শিথিল।
আমরা এসেছি মিছিলে, গর্জে ওঠে মিছিল।।
– সুকান্ত ভট্টাচার্য
মোমের আলোয় আসুন ঢেকে দিই অন্ধকার।
সাময়িক অসুবিধার জন্যে দুঃখিত
চাই বাঘ, বাংলার বাঘ
বানিয়েছি আরও কিছু পোস্টার ও কভার ফটো। তাছাড়া আপনাদের কারও যদি কোনও আইডিয়া থাকে, জানাবেন। অবশ্যই চেষ্টা করবো।
পোস্টারগুলো সুন্দর হয়েছ।
:তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: পোস্টারগুলো সুন্দর হয়েছ।
দারুণ হয়েছে
দারুণ হয়েছে :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
সুন্দর হয়েছে।
সুন্দর হয়েছে।
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
(No subject)
:হাসি: :হাসি: :হাসি: