আজকাল খুব ইচ্ছে করছে
তোমার বুকের খাঁজে
নাকখানি গুজে দেই,
পরম আশ্রিতের মত।
ঘুমিয়ে পড়ি
নিশ্চিন্ত পুরের পত্র পল্লবে সুশোভিত
ছায়া ঘেরা শ্রান্তির ভেতর।
আজকাল খুব ইচ্ছে করছে
তোমার বক্ষ যুগল
এসে গাল দুটিকে ছুয়ে দিক,
নাদুস নুদুস শিশুর মত নধর।
স্তনগুলো বুলিয়ে দিক তাদের নরম পরশ,
বৃন্তগুলো মাঝে মাঝে
ছুয়ে যাক চোখের পাতাগুলো,
ঘুম-পাড়ানি মাসী-পিসির মত
বারে বারে খুজ নিক
বেঘোরে ঘুমিয়ে গেলাম কি না।
এমন বেঘোরে ঘুম হবে কি আমার!
-পৃথু স্যন্যাল।
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ
(No subject)
:গোলাপ: :গোলাপ: :গোলাপ:
এমন বেঘোরে ঘুম কি আমারও হবে
এমন বেঘোরে ঘুম কি আমারও হবে না?
(No subject)
:তালিয়া:
অবশেষে কবিতায় পৃথু-দা!!
ভালই
অবশেষে কবিতায় পৃথু-দা!!
ভালই লাগল… :রকঅন: :রকঅন: :রকঅন: