প্রিয় ইস্টিশনের চালক, যাত্রীবৃন্দ,
শুভেচ্ছা নিন।
২১ ফেব্রুয়ারি বাঙলা এবং বাঙালিদের জন্য একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ দিন। এ দিনেই বাঙালিরা বাঙলাকে স্বাধীন করেছে। রক্তের বিনিময়ে আমরা বাঙলা ভাষা পেয়েছি। বাঙলা, বাঙলাদেশের জন্য বাঙালিরা বারবার জীবন দিয়েছে।
ইস্টিশন ব্লগ সম্পূর্ণ ভিন্নধর্মী একটি ব্লগ। এই পবিত্র দিনে ইস্টিশন ব্লগে আজীবন চলার জন্য টিকিট কিনলাম। টিকিট হাতে পেয়েছি; যাত্রাও শুরু করেছি। আশা করি, অস্থায়ীভাবে বিরতি নিয়ে স্থায়ীভাবে ইস্টিশন চলতে থাকবে।
টিকিট যখন কেটেছি, তখন চলবো। আশা করি কখনো থেমে যাবো না।
সবার জন্য শুভকামনা রইলো; সবার যাত্রা শুভ হোক।
ফেসবুক মন্তব্য
শেয়ার করুনঃ
যাত্রা শুভ হোক।
যাত্রা শুভ হোক।
ধন্যবাদ।
ধন্যবাদ।
ইস্টিশনের যাত্রী সমাবেশে
ইস্টিশনের যাত্রী সমাবেশে স্বাগতম। আপনার যাত্রা ফলপ্রসু হোক।
ধন্যবাদ।
ধন্যবাদ।
যাত্রা শুভ হোক ..
যাত্রা শুভ হোক .. 🙂
ধন্যবাদ।
ধন্যবাদ।
যাত্রা শুভ হোক। ফুলের ইমোর
যাত্রা শুভ হোক। ফুলের ইমোর দাবী জানাচ্ছি স্টেশন মাস্টারের কাছে।
ধন্যবাদ।
ধন্যবাদ।
এটা নাকি ? এখন দেন
এটা :গোলাপ: নাকি :ফুল: ? এখন :ধইন্যাপাতা: দেন 😀
আপনার জন্যেও শুভ কামনা!!
আপনার জন্যেও শুভ কামনা!! যাত্রা শুভ হোক!! :থাম্বসআপ: