মতিঝিল গিয়েছি এক বন্ধুর কাছে।নটরডেম কলেজের অপরপাশে বাংলাদেশ ব্যাংক কলনীর মেইনগেট এর সামনে দাঁড়িয়ে আছি।বন্ধুটি বরাবরের মতই দেরী করছে।দেয়ালের দিকে তাকিয়ে দেখলাম অনেকগুলো দৈনিক পত্রিকা লাগানো আছে।ভাবলাম সময় কাটানোর জন্য এগুলো পড়া যেতে পারে।প্রথমেই যেটা দেখলাম সেটা হল “দৈনিক ইহসান”।তো সেইখানে যেসব দেখলাম সেগুলো দেখলে আপনারা যে মাননীয় স্পিকারসহ আরো কত কিছু হবেন তা বলতে পারবনা।সেগুলোর দিকে আর গেলাম না। মূল কথায় আসি।যেটা দেখে সবচেয়ে বেশি হতচকিত হলাম তা হল
“একাত্তরে স্বাধীনতা নয়,মুসলিম রাষ্ট্র থেকে বিচ্যুতিই ছিল হিন্দুদের উদ্দেশ্য”
মতিঝিল গিয়েছি এক বন্ধুর কাছে।নটরডেম কলেজের অপরপাশে বাংলাদেশ ব্যাংক কলনীর মেইনগেট এর সামনে দাঁড়িয়ে আছি।বন্ধুটি বরাবরের মতই দেরী করছে।দেয়ালের দিকে তাকিয়ে দেখলাম অনেকগুলো দৈনিক পত্রিকা লাগানো আছে।ভাবলাম সময় কাটানোর জন্য এগুলো পড়া যেতে পারে।প্রথমেই যেটা দেখলাম সেটা হল “দৈনিক ইহসান”।তো সেইখানে যেসব দেখলাম সেগুলো দেখলে আপনারা যে মাননীয় স্পিকারসহ আরো কত কিছু হবেন তা বলতে পারবনা।সেগুলোর দিকে আর গেলাম না। মূল কথায় আসি।যেটা দেখে সবচেয়ে বেশি হতচকিত হলাম তা হল
“একাত্তরে স্বাধীনতা নয়,মুসলিম রাষ্ট্র থেকে বিচ্যুতিই ছিল হিন্দুদের উদ্দেশ্য”
চিন্তা করা যায়?আমাদের এই দেশটাতে এমন মানুষও আছে যার আমাদের মহান স্বাধীনতা যুদ্ধটাকে হিন্দু মুসলমানের যুদ্ধ মনে করে। এবং একটি পত্রিকা বের করে সেই ব্যাপারটা ফলাও করে প্রচার করে বেড়ায়! ত্রিশ লক্ষ প্রাণ আমরা দিয়েছি। তার প্রতিদান এই? আচ্ছা আমি ঠিক জানিনা।এই বিষয়টার উপর কি রাষ্ট্রদোহীতার মামলা করা যায়?করা গেলে আমি ঐ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা করতে চাই।
জয় বাংলা
দৈনিক ইহসান হল প্রতিক্রিয়াশীল
দৈনিক ইহসান হল প্রতিক্রিয়াশীল ধর্মান্ধ গোষ্ঠীর মুখপত্র… :ক্ষেপছি: :ক্ষেপছি: বহু আগের থেকেই ওরা এই ধরনের পুরীষ ছিটিয়ে আসছে… :এখানেআয়:
তো এখন আমাদের কি কিছু করার
তো এখন আমাদের কি কিছু করার নেই?
অবশ্যই আছে… আমাদের এই
অবশ্যই আছে… আমাদের এই সাম্প্রদায়িকতা এবং মৌলবাদী শক্তির বিরুদ্ধে জনসচেতনতা ও প্রচারনা গড়ে তুলতে হবে… :জলদিকর: যেন নতুন প্রজন্মের তরুনেরা এদের বিষবাস্পে না আক্রান্ত হয়। আর আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনিকে পালন করতে হবে কঠোর ভূমিকা… :অপেক্ষায়আছি: কিভাবে একটা মৌলবাদী পত্রিকা এই ধরনের নিকৃষ্ট কথাবার্তা জনসম্মুখে প্রচার করবার সাহস পায়?? :ক্ষেপছি: :ক্ষেপছি: :ক্ষেপছি: :মানেকি: :এখানেআয়:
(No subject)
:ধইন্যাপাতা: :থাম্বসআপ:
সেটা তো আমারও কথা। জনসচেতনতা
সেটা তো আমারও কথা। জনসচেতনতা বাড়াতে হবে
এদেশেতো অনেক মানুষের কাছে
এদেশেতো অনেক মানুষের কাছে মুক্তিযোদ্ধা আর রাজাকারের মধ্যে কোন পার্থক্য নেই< স্বাধিনতা আর পরাধিনতা তাদের কাছে একই।
নাস্তিক ট্যাগ হজম করার যাহস
নাস্তিক ট্যাগ হজম করার যাহস থাকলে ও নিজের জীবনের দাম খুব কম মনে হলে মামলা করুন ।
নাস্তিক হব কেন?দেশকে ভালবাসলে
নাস্তিক হব কেন?দেশকে ভালবাসলে নাস্তিক হয়ে যায়?স্বাধীনতাবিরোধী কথা বলবে আর আমি চুপ করে থাকব?আর জীবনের মায়া নেই।দেশের জন্য কাজ করতে ভয় কি?
যারা দেখার তাঁরা দেখে না
যারা দেখার তাঁরা দেখে না