সারা দেশেই কিছু রাজনৈতিক সহিংসতায় পাবলিক পরীক্ষা থেকে শুরু করে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আটকে যাচ্ছে সেমিস্টার পরীক্ষাগুলো । এতে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে কিংবা হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যয়বহুল ভাবে পড়াশুনা করা শিক্ষার্থীদের । দেশের প্রায় সবকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়া সরকারি বিশ্ববিদ্যালয়ের মত সীমিত খরচে হয় না । তার উপর যারা বাড়ির বাহিরে থেকে অর্থাৎ মেস কিংবা হোস্টেলে থেকে পড়াশুনা করছে তাদের ক্ষেত্রে খরচটা আরও বেড়ে যায় । হরতাল কিংবা অবরোধে প্রায় অকার্য হয়ে পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সবকটি প্রতিষ্ঠান । এর ফাঁকে যাদি পড়ে যায় সেমিস্টার ফাইনাল কিংবা বর্ষশেষ পরীক্ষা তাহলে তো দুর্ভোগের অন্ত থাকেনা । সরকারি ভুর্তুকিবিহীন সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সঠিক সময় বের হতে পারবে না এই রাজনৈতিক সহিংসতার কারনে ।
সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চেয়ে অনেক গুন টাকা খরচ করে দুরদুরান্ত থেকে পড়তে আসে ঢাকা কিংবা চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে । কিন্তু এভাবে সেমিস্টারে আটকে থাকলে দুর্ভোগের সীমা থাকবে না । সরকারি বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পেয়ে কিংবা সঠিক সময়ে ডিগ্রি অর্জনের লক্ষ্যে যেসব শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তাদের অবস্থা যদি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতই দীর্ঘ সেশনজোটে আটকে থাকতে হয় তাহলে দেশের বর্তমান হিংসাত্মক রাজনৈতিক সহিংসতাই দায়ী থাকবে ।
আর কমলা সুন্দুরি তো নিজেই স্কুলের গন্ডি পার করতে পারেনি । এটার গুরুত্ব তিনি কি বুঝবেন !!!
আর কমলা সুন্দুরি তো নিজেই
😀 😀 😀
আমি আটকে গেছি………ফাঁদে
আমি আটকে গেছি………ফাঁদে