Author: শুভ্র সৈকত
Posted in স্যাটায়ার
বাকস্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা ও একটি তওবার গল্প।
Author: শুভ্র সৈকত Published Date: এপ্রিল ৩, ২০১৩
(সমস্ত চরিত্র ও ঘটনা কাল্পনিক) হেফাজতে বাংলাদেশের প্রধান হুজুরে “পাক” আল্লামা শাহ আহমেদ শফী তওবা পাঠ করাচ্ছেন। তার মাথায় শপথ পড়ানি পরচুলা। মন্ত্রীসভার শপথ গ্রহন স্টাইলে নাস্তিকগণ বিড়বিড় করে তওবা পড়ছেন। হারামজাদা নাস্তিকগুলার অবস্থা গুরুতর। এদের প্রায় সবাই রিমান্ডফেরত। যে সে রিমান্ড না, কঠিন রিমান্ড। যে বিচার স্বয়ং সৃষ্টিকর্তার করার…
কু ঝিক ঝিক