Author: আবীর নীল
পবিত্র দেশ থেকে নাজমার লাশ হয়ে ফেরত আসা ও আমাদের আশ্চর্যজনক নীরবতা!
কবিগুরুর ‘জীবিত ও মৃত’ ছোটগল্পটি মনে আছে? শেষোক্ত কয়েক লাইন বলি দেখুন মনে পরে কি-না! “বিদায় লইয়াছ তখন এ মায়াবন্ধন ছিঁড়িয়া যাও — আমরা তোমার যথোচিত সৎকার করিব। ” তখন কাদম্বিনী আর সহিতে পারিল না; তীব্রকণ্ঠে বলিয়া উঠিল, “ ওগো, আমি মরি নাই গো, মরি নাই। আমি কেমন করিয়া তোমাদের…
হায় রে ধর্মানুভূতি, হায় ধর্মান্ধতা।
আবারও কথিত ‘ধর্মানুভুতিতে’ আঘাতের কারনে অশান্ত পরিবেশ সৃষ্টি হলো বাংলাদেশের দক্ষিণের দ্বীপ জেলা ভোলায়। শুরুতে ধর্মানুভূতি নিয়ে লেখা শ্রদ্ধেয় অধ্যাপক হুমায়ুন আজাদ স্যারের ‘ধর্মানুভূতির উপকথা’ নামক প্রবন্ধ হতে কয়েক লাইন উদ্ধৃতি দিয়ে শুরু করি- “একটি কথা প্রায়ই শোনা যায় আজকাল, কথাটি হচ্ছে ‘ধর্মানুভূতি’। কথাটি সাধারণত একলা উচ্চারিত হয় না, সাথে…
শবে বরাতে দ্বীনমজুর এর দ্বীনবানী।
মুরিদগনের মাঝে শবে বরাতের ফযিলত লই বয়ান করতিসিলাম। শবেবরাত এর রজনী অইলো এরাম একটি রজনী যে রজনী হাজার হাজার রজনীর ইবাদাতের চাইতে উত্তম। এরাইতে ইবাদাত বন্দেগীর এর মাইদ্দমে আমরার পিরিও দোজাহানের মালিক আল্যাপাকের পিয়ারের হাবিব কেঁইদে কেটে চোকের ফানিতে বুখ ভাসিয়ে পেলতেন। উনি নিজের জন্ন কিস্সু চাইতেন না সুদু কইতেন…
ছোট দুটি বুলেট আবারও ভাইরাস আক্রান্তদের শিকার একজন প্রগতিশীল মুক্তচিন্তক।
প্রতিদিনের মতো প্রাত্যাহিক কাজগুলো শেষ করে আজও অনলাইনে আসলাম। বিভিন্ন গ্রুপে আমার পোস্টের মন্তব্যের উত্তর দিচ্ছি, তখনই একটি গ্রুপের পোস্ট চোখে পড়লো, একজন অনলাইন এক্টিভিস্ট, প্রগতিশীল, মুক্তচিন্তক, সহজ সাধারন মানুষ ‘শাজাহান বাচ্চু’ ভাইয়ের হত্যার খবরটি দেখতে পেলাম। আমি যথারীতি বাকরুদ্ধ ও হতাশ হয়ে পরলাম। কিছু লিখব না কি চুপ করে…
ছোট দুটি বুলেট আবারও ভাইরাস আক্রান্তদের শিকার একজন প্রগতিশীল মুক্তচিন্তক।
প্রতিদিনের মতো প্রাত্যাহিক কাজগুলো শেষ করে আজও অনলাইনে আসলাম। বিভিন্ন গ্রুপে আমার পোস্টের মন্তব্যের উত্তর দিচ্ছি, তখনই একটি গ্রুপের পোস্ট চোখে পড়লো, একজন অনলাইন এক্টিভিস্ট, প্রগতিশীল, মুক্তচিন্তক, সহজ সাধারন মানুষ ‘শাজাহান বাচ্চু’ ভাইয়ের হত্যার খবরটি দেখতে পেলাম। আমি যথারীতি বাকরুদ্ধ ও হতাশ হয়ে পরলাম। কিছু লিখব না কি চুপ করে…
কু ঝিক ঝিক