Author: সামিয়া
Posted in কবিতা
ব্যাখ্যাতীত শহরের গান
Author: সামিয়া Published Date: এপ্রিল ১৯, ২০১৩
আমি বেঁচে আছি আমার বৃত্তবন্দী শহরের চতুর্ভুজে, আমি বাঁচি এ শহরের হারানো রুপকথায়, হারানো ইতিহাসে, শহর-শহর, আলো শহর, অন্ধকার শহর, গলি.. গলি.. কানাগলির শহর, কানামাছি শহর, পোকা খাওয়া হাসির শহর, হাসিতে বিষপোকার শহর… আমার নীরব শহর, চিৎকারের শহর, মিছিলের-বাজারের-উৎসবের বহর, গড়ার শহর, ভাঙ্গার শহর, ভীষণ ভাঙ্গচুরের শহর, আমি বাঁচি, আমি…
কু ঝিক ঝিক